বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি সম্প্রতি মা হয়েছেন এবং মাতৃত্বের কারণে তিনি ‘ডন থ্রি’ সিনেমাটি ছেড়ে দিয়েছেন। তবে, আরেকটি সিনেমা নিয়ে তার জন্য এসেছে অপ্রত্যাশিত দুঃসংবাদ। জানা গেছে, ‘শক্তি শালিনী’ নামের একটি সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে তরুণ অভিনেত্রী অনিত পাড্ডার কথা ভাবা হচ্ছে।
আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর এর তরুণ দুই অভিনয়শিল্পী আহান পান্ডে এবং অনিত পাড্ডার ওপর নির্মাতাদের নজর পড়েছে।
প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মসের পরবর্তী হরর কমেডি ইউনিভার্সের ছবি ‘শক্তি শালিনী’-তে কিয়ারার পরিবর্তে অনিতকে দেখা যেতে পারে। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে যে, গত দুই মাস ধরে অনিতের সঙ্গে আলোচনা চলছিল। ‘সাইয়ারা’ সিনেমায় তার কাজ দেখে প্রযোজক দীনেশ ভিজন মুগ্ধ হন এবং তাকেই এই ছবির জন্য চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন। ইতোমধ্যেই অনিতের লুক টেস্টও সম্পন্ন হয়েছে।
সিনেমাটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে, ছবির পরিচালক হিসেবে আদিত্য সরপোতদারের নাম শোনা গেলেও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। সবকিছু মিলিয়ে, ‘শক্তি শালিনী’ সিনেমার অভিনেত্রী হিসেবে যে আর কিয়ারাকে ভাবা হচ্ছে না, তা এখন স্পষ্ট।