বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। আজ মঙ্গলবার দুপুরে স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি এই সুখবরটি নিশ্চিত করেছেন।

ছবিতে ক্যাটরিনাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে এবং ভিকি আলতো করে তার বেবি বাম্প ছুঁয়ে আছেন। ক্যাপশনে তারা লিখেছেন, “আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।”

দীর্ঘদিন ধরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চলছিল। গত সোমবার ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে ভিকি কৌশলকে একা দেখে এই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে এই তারকা দম্পতি নিজেরাই খবরটি প্রকাশ্যে আনলেন। জানা গেছে, আগামী অক্টোবরে তাদের প্রথম সন্তানের জন্ম হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে এক রাজকীয় আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।