বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কণিকা কাপুর সম্প্রতি ভারতের মেঘালয়ের এক খোলা মঞ্চে পারফর্ম করতে গিয়ে এক জঘন্য হেনস্তার শিকার হন, যা দেশে নারী শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গত রোববার রাতে মেঘালয়ের মেগং ফেস্টিভ্যালে যখন 'বেবি ডল' খ্যাত গায়িকা গান গাইছিলেন, তখন হঠাৎ দর্শকসারির ভিড় ভেঙে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন। ওই ব্যক্তি প্রথমে কণিকার পা জড়িয়ে ধরেন এবং এরপর তাঁর শরীরের উপরের অংশে অশালীন স্পর্শ করতে শুরু করেন। ঘটনার আকস্মিকতায় কণিকা কাপুর হতভম্ব হয়ে পড়েন এবং পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। দ্রুত নিরাপত্তারক্ষীরা এসে কোনোমতে ওই ব্যক্তিকে মঞ্চ থেকে নামিয়ে আনেন, কিন্তু ততক্ষণে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, তারকাদেরই যদি জনসমক্ষে এমন নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়? এই ধরনের ঘটনা মঞ্চের শৃঙ্খলা ও একজন শিল্পীর ব্যক্তিগত সীমানার প্রতি চরম অবমাননা। ঘটনাটি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, জনসমাগমের মধ্যেও নারীদের প্রতি অশালীন আচরণ করার মানসিকতা এখনও সমাজের কিছু অংশে বিদ্যমান। এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন সচেতন মহল, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।