কনসার্ট চলাকালীন দর্শকদের একাংশ ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে এলে শিল্পী ও তাঁর টিমের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু পারফরম্যান্সের মাঝপথে হঠাৎ কিছু দর্শক নিরাপত্তা বলয় অতিক্রম করে মঞ্চের সামনে অবস্থান নেয়। তাদের অনুসরণে আরও অনেকে এগিয়ে এলে অল্প সময়ের মধ্যেই পুরো মঞ্চ এলাকা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শকদের একাংশ শিল্পীর একেবারে কাছে গিয়ে ভিডিও ধারণের চেষ্টা করে। কেউ কেউ শারীরিকভাবে কাছে যেতে চাইলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাকর্মীদের বারবার অনুরোধ উপেক্ষা করে ভিড় ক্রমেই বাড়তে থাকে।

এই অবস্থায় মঞ্চ থেকেই দর্শকদের উদ্দেশে সতর্কবার্তা দেন কৈলাস খের। তিনি স্পষ্ট করে জানান, শিল্পী ও বাদ্যযন্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হলে অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে উন্মত্ত আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান তিনি।

পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত নিরাপত্তার কথা বিবেচনা করে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেন শিল্পী। এরপর তিনি তাঁর পুরো টিমসহ মঞ্চ ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।