ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও এখন নিয়মিত কাজ করছেন নাটক ও বিজ্ঞাপনে। ব্যক্তিজীবন নিয়েও বরাবরই খোলামেলা এই অভিনেত্রী। বহুদিন ধরে প্রেম করছেন সাদাত শাফি নাবিল নামের এক যুবকের সঙ্গে, আর ভক্তদের কাছে প্রেমিককে পরিচয় করিয়ে দিয়েছেন নিজেই।
শোবিজ অঙ্গনের অনেকেই ব্যক্তিগত সম্পর্ক আড়ালে রাখলেও মাহি ঠিক উল্টো। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিককে নিয়ে ছবি শেয়ার করেন এবং ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি রাজধানীর যানজটে বসে তোলা দু’টি ছবি প্রকাশ করেছেন মাহি। সেখানে নাবিলের সঙ্গে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন “জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।” ক্যাপশন থেকেই স্পষ্ট, যানজটের মাঝেও হাসি-আনন্দে সময় কাটিয়েছেন এই জুটি।