পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজা কার্নিভালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অংশগ্রহণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত রবিবার (সম্ভবত ৪ অক্টোবর) বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত চতুর্থ বার্ষিক কার্নিভালে জয়ার উপস্থিতি নিয়ে ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি)-র নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

অভিনেত্রী জয়া আহসান মঞ্চে থাকাকালীন নয়, বরং তিনি কার্নিভালের সভাস্থল ত্যাগ করার পরই বিজেপির কর্মীরা বিক্ষোভ শুরু করেন। তাদের মূল প্রশ্ন ছিল, "দুর্গাপূজার কার্নিভালে জয়া আহসান কেন?" বিজেপির অভিযোগ, একজন বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরের মতো একটি ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠানে এনে মা দুর্গাকে অপমান করা হয়েছে। এছাড়াও, ভারতে চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভালকে ঘিরে যে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারও সমালোচনা করেছে বিজেপি।

দুর্গাপুরের এই কার্নিভালে জয়া আহসান দর্শকদের জন্য রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।

প্রসঙ্গত, জয়া আহসানের ভারতে কাজ করা বা তার উপস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আগেও বিতর্ক তৈরি হয়েছে। এর আগে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলে জয়াকে কটাক্ষ করেছিলেন। এমনকি, গত ১৫ জুলাই কলকাতা পৌর করপোরেশনের তৃণমূল কংগ্রেসের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাসও ফেসবুকে কড়া ভাষায় জয়ার কাজ করা নিয়ে সমালোচনা করেছিলেন। স্পষ্টতই, জয়া আহসানের মতো বাংলাদেশি শিল্পীর পশ্চিমবঙ্গে কাজ করা এবং রাজ্যের সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ এই বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ দিন ধরেই আলোচনার জন্ম দিয়েছে।