বছরের শেষ প্রান্তে শীত যখন চারদিকে নিজের আবহ ছড়িয়ে দিচ্ছে, ঠিক তখনই নতুন লুকে হাজির হয়ে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শেয়ার করেছেন কয়েকটি ছবি, যেখানে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক ‘ডিসেম্বর মুড’-এ।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ লুকটির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেস। আধুনিক কাট আর আভিজাত্যের মিশেলে এই পোশাকে জয়ার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ফ্রেমেই স্পষ্ট, নিজের ফ্যাশন সেন্স তিনি বরাবরের মতোই আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেছেন।

অ্যাকসেসরিজে ছিল মিনিমাল কিন্তু শক্তিশালী স্টেটমেন্ট। গলায় সোনালি চোকার, যার মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছবির রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ কনট্রাস্ট। হাতে বড় একটি স্টেটমেন্ট রিং পুরো লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা।

এই লুক ঘিরে ভক্তদের প্রশংসারও কমতি নেই। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘ওয়াও, অনেক বেশি সুন্দর’, আবার কেউ বলেছেন, ‘দারুণ লাগছে আপু।’ সব মিলিয়ে, ডিসেম্বরের শীতল আবহে জয়ার এই উপস্থিতি নেটিজেনদের মনে ঠিকই উষ্ণতা ছড়িয়েছে।