হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর মার্শাল আর্টিস্ট ও অভিনেতা জ্যাকি চ্যান মারা গেছেন। কেউ কেউ এমনও দাবি করেন, বিষয়টি নাকি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও কন্যা।
কিন্তু সত্য হলো, খবরটি সম্পূর্ণ ভুয়া। ৭১ বছর বয়সী জ্যাকি চ্যান সুস্থ ও ভালো আছেন।
বিভিন্ন পোস্টে বলা হচ্ছিল, তিনি নাকি কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। কেউ লিখেছেন, ‘জ্যাকি চ্যান চার দিন আগেই মারা গেছেন, পরিবার এখনো কিছু জানাচ্ছে না কেন?’ আবার কেউ বলছেন, ‘যদি তিনি সুস্থ থাকেন, তাহলে পরিবার একটা ছবি পোস্ট করুক।’
তবে অভিনেতার ভক্তরা এইসব দাবিকে সরাসরি অস্বীকার করেছেন এবং এমন ভুয়া খবর ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এটা প্রথম নয় ২০১৫ সালেও জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। সে সময় অভিনেতা নিজেই হেসে উড়িয়ে দিয়ে বলেছিলেন, “আমি যখন বিমান থেকে নামলাম, দেখি দুইটা খবর ঘুরছে,আমি নাকি মারা গেছি! অথচ আমি তো একদম ঠিক আছি।”