মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’-এর অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। মাত্র ২৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। পিপল ডটকম জানিয়েছে, অভিনেত্রীর এজেন্সি ১৯ অক্টোবর তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জন্মগত স্নায়বিক রোগে আক্রান্ত ছিলেন ইসাবেল। বিরল এই রোগটি পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’-এর পাইলট পর্বে জুলি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে যা প্রচারিত হয় অক্টোবরের শুরুতে। এটিই ছিল তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু সিরিজটি সম্প্রচারের কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে গেল তাঁর জীবনযাত্রা।
ইসাবেলের এজেন্সি এক বিবৃতিতে জানায়, “আমরা ইজিকে (ইসাবেলের ডাকনাম) কিশোরী বয়স থেকেই চিনতাম। বহু বছর পর তিনি আবার অভিনয়ে ফিরেছিলেন, আর প্রথম অডিশনেই নির্বাচিত হন। নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি ভীষণ আনন্দিত ছিলেন।”
চলতি বছরের জুনে শেষ হয় সিরিজটির শুটিং, আর ইসাবেলের অভিনীত পর্বটি প্রচারিত হয় ৬ অক্টোবর। টেনেসির জরুরি সেবাকর্মীদের জীবনঘনিষ্ঠ গল্পে নির্মিত এই সিরিজের তৃতীয় পর্ব ২৩ অক্টোবর প্রচারিত হবে। এতে ক্রিস ও’ডনেল, লিয়ান রাইমস, মাইকেল প্রোভোস্ট, জেসিকা ক্যাপশ, কিম্বারলি উইলিয়ামস-পেইজলি ও জুয়ানি ফেলিজসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ন্যাশভিলেই জন্ম ও বেড়ে ওঠা ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। আজ শুক্রবার টেনেসিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।