ইলন মাস্কের এআই ব্যবহার করে টেলর সুইফটের আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগ
ইলন মাস্কের গ্রোক নামের এআই প্ল্যাটফর্মের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি হলো, তারা মার্কিন গায়িকা টেলর সুইফটের সম্মতি ছাড়াই একটি যৌনকরে ভিডিও তৈরি করেছে, যা সাইবার বিশেষজ্ঞরা একেবারেই অনিচ্ছাকৃত ভুল নয়, বরং পরিকল্পিত কাণ্ড বলে মনে করছেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পেছনে নারীবিদ্বেষী মনোভাব কাজ করছে বলে মনে করছেন ডারহামের আইন বিশেষজ্ঞ ক্লেয়ার ম্যাকগ্লিন।
তাঁর বক্তব্য, “এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নারীদের বিরুদ্ধে পরিকল্পিত এক ধরনের বিদ্বেষ।” পর্নোগ্রাফি এবং ডিপফেক ভিডিও নিয়ন্ত্রণে যে আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে, তাতে অধ্যাপক ম্যাকগ্লিনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
টেকনোলজি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের রিপোর্টে বলা হয়েছে, গ্রোক ইমাজিনের ‘স্পাইসি’ নামে একটি নতুন মোড ব্যবহার করে টেলর সুইফটের এক টপলেস ভিডিও তৈরি করা হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে গত জুলাই থেকে চালু হওয়া কঠোর বয়স যাচাই আইনও এই সেবায় কার্যকর হয়নি।
এ বিষয়ে গ্রোকের মালিকানাধীন সংস্থা এক্সএআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে চাননি। তবে তাদের নিজস্ব নীতিমালা স্পষ্টভাবে বলে, “কারো অবয়বকে পর্নোগ্রাফিক কনটেন্টে ব্যবহার করা নিষিদ্ধ।”
অধ্যাপক ম্যাকগ্লিন আরো বলেন, “এ ধরনের ভিডিও তৈরি হওয়া এআই প্রযুক্তির ভেতর নারীবিদ্বেষের ছাপ স্পষ্ট করে। প্ল্যাটফর্মগুলো চাইলে এমন কনটেন্ট বাধা দিতে পারত, কিন্তু তারা অবহেলা করেছে।”
টেলর সুইফটের মুখ দিয়ে এর আগেও অনৈতিক ডিপফেক ভিডিও তৈরি হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে তাঁর মুখ ব্যবহার করে এমন একটি ভিডিও এক্স ও টেলিগ্রাম প্ল্যাটফর্মে ভাইরাল হয়, যা কোটি কোটি বার দেখা হয়।
গ্রোক প্রথমে একটি স্থির ছবি তৈরি করে যেখানে টেলর সুইফটের একটি পোশাক পরা ছবি থাকে। এরপর ব্যবহারকারী চারটি মোড থেকে ‘স্পাইসি’ মোড বেছে নিলে সেই ছবি থেকে অল্প সময়েই ভিডিও তৈরি হয়, যেখানে দেখা যায় তিনি পোশাক খুলে নাচছেন।
দ্য ভার্জের সাংবাদিক ওয়েদারবেড জানিয়েছেন, “স্পাইসি মোড সিলেক্ট করলেই ভিডিওতে টেলর সুইফটের পোশাক খুলে যায় এবং তিনি পুরোপুরি উন্মুক্ত হয়ে নাচ শুরু করেন। আমি তাঁকে এ ধরনের কোনো নির্দেশ দিইনি।”
ওয়েদারবেড আরও জানান, তিনি নতুন একটি অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে ৩০ পাউন্ড দিয়ে গ্রোক ইমাজিনের পেইড সংস্করণ কিনেছেন, যেখানে শুধু জন্মতারিখ নেওয়া হয়, কিন্তু আরও কোনো কঠোর বয়স যাচাই প্রক্রিয়া ছিল না। যুক্তরাজ্যের নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের প্ল্যাটফর্মকে শক্তিশালী ও নির্ভরযোগ্য বয়স যাচাই করতে হবে।
বর্তমানে যুক্তরাজ্যে শুধুমাত্র শিশুদের বিষয়ে বা বিদ্বেষমূলক উদ্দেশ্যে তৈরি ডিপফেক পর্নোগ্রাফি অবৈধ।
অধ্যাপক ম্যাকগ্লিন যে সংশোধনী প্রস্তাব করেছেন তা কার্যকর হলে, সব ধরনের অনুমোদনবিহীন পর্নোগ্রাফিক ডিপফেক তৈরি আইনত শাস্তিযোগ্য হবে।
২০২৪ সালের প্রথম ঘটনার পর এক্স সাময়িকভাবে টেলর সুইফটের নাম সার্চ থেকে সরিয়ে এবং সংশ্লিষ্ট কনটেন্ট ও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তবে এই নতুন অভিযোগের বিষয়ে টেলর সুইফটের পক্ষে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।