অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের খবর জানালেন হঠাৎ করেই। শুক্রবার তিনি জানান, দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে জটিলতা আর ভয়ের অনুভূতি থাকলেও পরিবারের আকস্মিক সিদ্ধান্তে অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।
ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে ফারিয়া ও তানজিম তৈয়বের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে পরিণয় সম্পন্ন করেন তারা। বিয়ের পর অতিথিদের বাদাম ও খেজুর খাইয়ে আপ্যায়ন করেন ফারিয়া।
ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
‘দেবী’ খ্যাত অভিনেত্রী জানান, হঠাৎ বিয়ের কারণে তাঁর একমাত্র ননদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে সহকর্মী ও প্রিয়জনদের নিয়ে শিগগিরই একটি সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শবনম ফারিয়া মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এবং নাটক ও সিনেমায় অভিনয় করে দ্রুত জনপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছিল তাঁর বড় পর্দার অভিষেক। এর আগে ২০১৮ সালে তিনি হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন, তবে প্রায় দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়।