বলিউডের আলোচিত জুটি হৃতিক রোশান ও সাবা আজাদকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা এই জুটিকে নিয়ে প্রায়ই বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার সেই আলোচনায় সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন সাবা আজাদ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। সাবা বলেন, “আমি যখন ছয় বছরের, তখন বাবা-মা বলেছিলেন  যদি ইচ্ছা না থাকে তবে কখনো বিয়ের জন্য বাধ্য বোধ করো না। আমরা তোমার কাছ থেকে এমন কোনো প্রত্যাশা রাখি না।” তিনি আরও যোগ করেন, তাই জীবনে কখনো পরিবারের চাপ অনুভব করতে হয়নি।

২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন হৃতিক ও সাবা। এরপর থেকে ছুটি কাটানো, পারিবারিক অনুষ্ঠান কিংবা নিত্যদিনের নানা মুহূর্ত সর্বত্র একসঙ্গে দেখা যায় তাদের। শুধু তাই নয়, হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও সাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও বেশ ভালো বোঝাপড়া গড়ে উঠেছে তার।