দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পরিবার এবং সন্তানদের কথা চিন্তা করে তিনি এই সিদ্ধান্ত নেন। একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই এই খবর জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১২ আগস্ট) হিরো আলম তার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জানান যে তিনি আত্মহত্যা করতে চলেছেন। সেই পোস্টে তিনি লেখেন, “আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব।”
হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে আলোচনায় ছিলেন। তিনি অভিযোগ করেন যে তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে তার প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
আরেকটি পোস্টে তিনি রিয়া মনিকে দায়ী করে লেখেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিল।”
তবে সন্তানদের অনুরোধে হিরো আলম তার এই চরম সিদ্ধান্ত থেকে সরে আসেন, যা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের স্বস্তি দিয়েছে।