জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা মাতৃত্বকালীন ছুটি শেষে গত দুই বছর ধরে আবার নিয়মিত অভিনয়ে ফিরে এসেছেন। সম্প্রতি তিনি নানা টিভি নাটকের পাশাপাশি কিছু ওটিটি প্রজেক্টেও নজর কাড়ছেন। বিশেষ করে ‘বাজি’ নামের ওয়েব সিরিজে তাঁর স্বল্প সময়ের উপস্থিতি দর্শকদের মনে গেঁথে গেছে। তবে দর্শকরা মনে করেন, তিশার ক্যারিয়ারে একটি বিশেষ মাইলফলক ছিল শিহাব শাহীন নির্মিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’। বাংলাদেশে ওটিটি যুগের শুরুতেই বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজে তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়।
এছাড়াও একই নির্মাতার আরেকটি ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’-এ কাজ করার সুযোগ পেয়েছিলেন তিশা, কিন্তু পারিবারিক কারণে কাজটি শেষ পর্যন্ত করতে পারেননি। ‘সিন্ডিকেট’ ছিল এক ধরনের ক্রাইম-থ্রিলার সিরিজ, যেখানে আফরান নিশোর অভিনয় ছিল দারুণ, আর ‘জিশা’ চরিত্রে ছিলেন নাজিফা তুষিও। সিরিজটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে এবং এর ধারাবাহিক হিসেবে এসেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘অ্যালেন স্বপন ২’।
তিশা জানান, ‘সিন্ডিকেট’ সিরিজে ‘জিশা’ চরিত্রের জন্য প্রস্তাব পেয়ে চিত্রনাট্য ও নির্মাতা শিহাব শাহীন দুটোই খুব ভালো লেগেছিল তার। তবে তখন তাঁর বিয়ে নিয়ে পারিবারিক আলোচনা চলছিল এবং অন্যান্য ব্যস্ততার কারণে কাজটি থেকে সরে আসতে হয়। পরে এই সিদ্ধান্তকে তিনি ভুল বলে মনে করেন।
তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, “শিহাব ভাই আমার খুব প্রিয় একজন নির্মাতা। যখন ‘সিন্ডিকেট’ এর জন্য প্রস্তাব পেয়েছিলাম, তখন পারিবারিক কারণে কাজ থেকে সরে আসতে হয়েছিল। সিরিজটির শুটিং ২০২২ সালে হয়েছে। তখন আমার বিয়ে নিয়ে আলোচনা চলছিল। সব মিলিয়ে চরিত্রটি ভালো লাগলেও কাজ করতে পারিনি। এখন মনে হয়, সেটি একটা ভুল সিদ্ধান্ত ছিল।”
তিশা আরও বলেন, “‘আগস্ট ১৪’ এর পরও আমি বেশ কিছু ওয়েব ফিল্ম ও সিরিজে কাজ করেছি, তবে সবাই আমার প্রথম সিরিজটির কথাই বেশি মনে রাখেন।”
তিশার অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দৌড়’, ‘বাজি’, ‘সেকশন ৩০২’, ‘অরা’ ইত্যাদি ওয়েব কনটেন্ট। সাম্প্রতিক সময়েও তিনি বেশ কিছু ওটিটি প্রজেক্ট ও সিনেমার প্রস্তাব পাচ্ছেন।
তবে তিনি জানিয়েছেন, “চলচ্চিত্রে যাওয়ার ইচ্ছা এখন নেই। তবে যদি ওয়েব ফিল্ম বা সিরিজে চ্যালেঞ্জিং কোনো চরিত্র পাই, তাহলে অবশ্যই কাজ করব।”
বর্তমানে নাটকে বেছে বেছে কাজ করছেন তিশা। চলতি মাসের শেষ দিকে একটি নাটকের শুটিং রয়েছে তার।
অন্যদিকে, পারিবারিক জীবনেও তিনি ব্যস্ত, তিন সন্তান ঐশী, আনুশ ও আমিরা মেহউইশকে ঘিরে সব ভাবনা ব্যস্ততা তার। মাতৃত্বজীবন উপভোগ করছেন তিশা।