জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ তার শ্রোতাদের জন্য আবারও নতুন গান নিয়ে ফিরে এসেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান 'জানিনা', যা ইতিমধ্যেই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। হাবিব তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই, অ্যাপল মিউজিক ও স্বাধীন-এর মতো আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গানটি প্রকাশ করেছেন।

প্রেমের বিরহ নিয়ে 'জানিনা'

'জানিনা' গানটির কথা লিখেছেন শ্রাবণ। গানের কথায় ফুটে উঠেছে বিরহের এক করুণ সুর: "জানিনা, যে চলে যায় সে কী ফেরে হায়, এই হৃদয় কেন তবুও তারেই খুঁজে যায়।" হাবিব নিজেই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন, যা গানের আবেগ আরও বাড়িয়ে দিয়েছে।

বিরতিহীনভাবে নতুন গান প্রকাশ

হাবিব ওয়াহিদ সাধারণত গান তৈরি করতে খুব বেশি সময় নেন না। গত জুলাই মাসে তিনি 'দিলানা' শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন। তার আগে জুন মাসে 'হৃদয়ের কথা' নামের একটি নাটকে ব্যবহৃত তার গান 'ভালোবাসি শুধু যে তোমারে'-ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

হাবিব জানান যে গরমের সময় কনসার্ট কম থাকায় তিনি এই সময়টায় নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করার চেষ্টা করেন। এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপনের জন্য সংগীত পরিচালনাও করে থাকেন। কাজের চাপ নিয়ে তিনি বলেন, "আমি খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না।" এই কারণেই হয়তো তিনি তার নিজস্ব স্টাইলে শ্রোতাদের জন্য একের পর এক দারুণ গান উপহার দিতে পারেন।