বিশ্বসঙ্গীতের অন্যতম প্রভাবশালী ব্যান্ড বিটিএসের সদস্য আরএম সম্প্রতি হারপার্স বাজার কোরিয়ার সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদে হাজির হয়েছেন নতুন রূপে। সাময়িকীর ছবি ও সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর সামরিক দায়িত্ব শেষে জীবনের নতুন চিন্তাভাবনা, বিলাসবহুল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে যাত্রা, আর ক্যামেরার সামনে লাজুক তরুণ থেকে আত্মবিশ্বাসী শিল্পীর রূপান্তর। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে একদম ভিন্ন, আত্মবিশ্বাসী আরএমকে।

সাক্ষাৎকারে আরএম স্বীকার করেছেন, বর্তমান সময়ে বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়া সহজ নয়। বোতেগা ভেনেটার এবং সম্প্রতি স্যামসাং আর্ট টিভির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে তিনি প্রচারের নানা কাজের মুখোমুখি হচ্ছেন। ক্যামেরার সামনে তাঁর মনোভাবও বদলেছে। তিনি বলেন, “আগে শুধু ভালো ছবি দেখানোর চেষ্টা করতাম, মুখভঙ্গি অনুশীলন করতাম। এখন ছবির তোলা আরও দায়িত্বপূর্ণ মনে হয়।” পরিচিত টিমের সঙ্গে কাজ করায় প্রক্রিয়াটি অনেক সহজ ও উপভোগ্য হয়েছে।

আরএমের সরল এবং খোলামেলা উত্তর দেওয়ার ধরন মাঝে মাঝে তাঁর এজেন্সির জন্য চ্যালেঞ্জ তৈরি করে, তবু নিজেকে গোপন করেন না। “বিটিএসের আরএম হিসেবে মঞ্চে থাকা, নতুন অ্যালবাম প্রকাশ, বা ফ্যানের সামনে আত্মবিশ্বাসীভাবে দাঁড়ানো আমাকে জীবন্ত করে তোলে। কিন্তু কিম নামজুন হিসেবে, নিজের পছন্দের মানুষের সঙ্গে সময় কাটানো কিংবা পরিচিত না এমন স্থানে থাকা আমাকে আসল সত্তার কাছে নিয়ে যায়,” তিনি জানান।

ভ্রমণপ্রিয় আর শিল্প-প্রেমী আরএম জানিয়েছেন, “ঘুরতে ভালো লাগে, তবে বেশি দিন বাইরে থাকা আমার পছন্দ নয়। দ্রুত বাড়ি ফিরে গানেই মন বসে।”

খ্যাতি ও ভালোবাসার টানাপোড়েন নিয়ে আরএম মিশ্র অনুভূতির কথা শেয়ার করেছেন। বিশ্বমঞ্চের নেতা হিসেবে তিনি বুঝেন জনপ্রিয়তার ভার। তিনি বলেন, “আজকাল সামাজিক মাধ্যমে ঘৃণা প্রকাশ খুব সহজ। অন্যের প্রতি এত ঘৃণা পোষণ করা কুৎসিত ব্যাপার। দুঃখ, ঘৃণা নিয়ে কথা বলাই যায়, কিন্তু দিনের শেষে ভালোবাসা এবং ইতিবাচকতা ছড়ানোই সত্যিকারের গুণ, আর আমি সেটাই বিশ্বাস করি।”