দীর্ঘ বিরতির পর জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ও কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা আবারও একসঙ্গে ভিন্ন ধাঁচের গান নিয়ে আসছেন। এই জুটির নতুন গানটির শিরোনাম ‘ভিতর ও বাহিরে’। গানটির কথা লিখেছেন আবদার রহমান, আর সুর ও সংগীতায়োজন করেছেন স্বয়ং ফুয়াদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম।

গানটি আগামীকাল শিল্পী কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে। এই নতুন কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কনা জানান, ক্যারিয়ারের শুরু থেকেই ফুয়াদের সঙ্গে তাঁর সফল কাজের সম্পর্ক রয়েছে। নতুন কিছু তৈরিতে তাদের বোঝাপড়া খুব ভালো। কনা আরও জানান, এটি তাঁর ভীষণ পছন্দের গান। চমকপ্রদ একটি মিউজিক ভিডিওর জন্য গানটি প্রকাশে কিছুটা দেরি হলো। তিনি আশা করছেন, কথা, সুর, সংগীত, গায়কি ও ভিডিও নির্মাণ  সব মিলিয়ে এই নতুন আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে। সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরও গানটি নিয়ে আশাবাদী।

বর্তমানে ফুয়াদ যুক্তরাষ্ট্রে থেকে কাজ করছেন, অন্যদিকে কনা একক ও দ্বৈত গান, প্লেব্যাক, জিঙ্গেল রেকর্ডিং এবং স্টেজ শো নিয়ে নিয়মিত ব্যস্ত রয়েছেন।