এক জীবন’-এর সেই মিষ্টি শায়না এখন কোথায়? অভিনয় ছেড়ে দুই সন্তান নিয়ে প্রবাসে কেমন কাটছে মডেলের জীবন?

‘এক জীবন’ গানটি বাজলেই আজও আবেগে ভেসে যান অনেকেই। শহীদ ও শুভমিতার কণ্ঠে গাওয়া এই কালজয়ী গানের ভিডিওতে অভিনয় করে অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। মিষ্টি হাসি আর সাবলীল উপস্থিতিতে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠলেও, তুমুল খ্যাতির মাঝেই হঠাৎ করেই আড়ালে চলে যান তিনি।

প্রশ্ন ওঠে-এখন কোথায় আছেন শায়না আমিন, কী করছেন তিনি?

২০০৫ সালে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু শায়না আমিনের। খুব অল্প সময়েই তিনি মডেল হিসেবে পরিচিতি পান। এক সাক্ষাৎকারে শায়না নিজেই জানিয়েছিলেন, কিংবদন্তি মডেল মৌ-কে দেখেই মিডিয়ায় কাজ করার অনুপ্রেরণা পান তিনি। উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকেই শুরু হয় তাঁর এই পথচলা।

২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয়ে অভিষেক ঘটে শায়নার। পরবর্তীতে ‘মেহেরজান’, ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ও স্মরণীয় কাজ ছিল ২০১১ সালের ‘এক জীবন’ গানের ভিডিও। এই একটি কাজই তাঁকে আজও দর্শকের কাছে চিরপরিচিত করে রেখেছে।

জনপ্রিয়তার শীর্ষে থাকাকালেই হঠাৎ অভিনয় থেকে সরে দাঁড়ান শায়না। ২০১৫ সালের ২০ মার্চ যুক্তরাজ্যপ্রবাসী মাসুদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পরপরই বিনোদন জগৎ থেকে বিদায় নিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

বর্তমানে স্বামী মাসুদ রানা ও তাঁদের দুই সন্তান-আরশিয়া ও নুমাইরকে নিয়ে সুখের সংসার শায়নার। অভিনয়কে এখনও মাঝে মাঝে মিস করলেও, আপাতত ক্যামেরার সামনে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে পরিবার নিয়ে মাঝেমধ্যে দেশে আসেন এই অভিনেত্রী।

অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় শায়না আমিন। তাঁর ব্যক্তিগত মুহূর্ত ও ছবি নিয়মিতই নজর কাড়ে ভক্তদের। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী প্রায় দেড় লাখ এবং ফেসবুকে প্রায় সোয়া চার লাখ। দীর্ঘদিন আগে শোবিজ ছেড়ে দিলেও, দর্শকের হৃদয়ে তাঁর জনপ্রিয়তা যে এখনও অটুট-সেই প্রমাণই দেয় এই পরিসংখ্যান।