‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক পার্ট ২’-তে মার্ক জাকারবার্গ চরিত্রে জেরেমি স্ট্রং!
সিলিকন ভ্যালির আলো-আঁধারিতে মোড়া প্রযুক্তি জগতের গল্প নিয়ে আবারও পর্দায় ফিরছেন অ্যারন সোরকিন। এবার তিনি শুধু চিত্রনাট্যকার নন, পরিচালকের দায়িত্বও পালন করছেন। আর তাঁর নতুন প্রজেক্ট ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক পার্ট ২’-তে ফেসবুক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা জেরেমি স্ট্রংকে, যিনি ‘সাকসেশন’ সিরিজে অভিনয়ের জন্য এমি জিতেছেন এবং অস্কার মনোনয়নও পেয়েছেন।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তিতে জাকারবার্গের ভূমিকায় অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, যেটি তাঁকে অস্কারের দৌড়ে নিয়ে গিয়েছিল। এবার সেই আলোচিত চরিত্রে অভিনয়ের জন্য জেরেমি স্ট্রং শীর্ষ প্রতিদ্বন্দ্বী হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি।
ছবিটির অন্য সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় আছেন মাইকি ম্যাডিসন ও জেরেমি অ্যালেন হোয়াইট। তবে তাঁদের কারোর সঙ্গেই চূড়ান্ত চুক্তি হয়নি।
প্রথম ছবিটি যেখানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক অন্তর্মুখী ছাত্র থেকে মার্ক জাকারবার্গের প্রযুক্তি দুনিয়ার এক রাজপুরুষ হয়ে ওঠার গল্প বলেছিল, নতুন কিস্তির কাহিনি গড়ে উঠবে ২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ‘দ্য ফেসবুক ফাইলস’ প্রতিবেদনের ওপর ভিত্তি করে। প্রতিবেদনে কিশোরদের ওপর ফেসবুকের নেতিবাচক প্রভাব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়গুলো বিশদভাবে তুলে ধরা হয়েছিল।
নতুন ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ কতটা বিস্ফোরক হয়ে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা।