টরন্টোর এক জিমের বাইরে রাতে হঠাৎ করেই দেখা মিলল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ডোয়াইন “দ্য রক” জনসনের। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে ব্যস্ততার ফাঁকে এক সাধারণ মানুষের মতোই তিনি জিমে অনুশীলন করেন। তার এই সাদাসিধে আচরণ উপস্থিত সবার মনে দাগ কেটেছে।
অপ্রত্যাশিত সাক্ষাৎ
সময় তখন রাত ৯টা। টরন্টোর পিটার স্ট্রিটের ফিট স্কোয়াড ট্রেনিং জিম থেকে যখন জনসন বের হচ্ছিলেন, তখন বাইরে দাঁড়িয়ে থাকা তরুণ-তরুণীরা তাকে দেখে হতবাক হয়ে যান। প্রথমে দ্বিধা থাকলেও পরে সাহস করে তারা তার কাছে এগিয়ে যান। হলিউডের একজন সুপারস্টারের এমন সাদামাটা আচরণ দেখে তাদের চোখেমুখে বিস্ময় ছড়িয়ে পড়ে।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জনসন এসেছেন তার নতুন ছবি 'দ্য স্ম্যাশিং মেশিন' নিয়ে, যেখানে তিনি সাবেক এমএমএ ফাইটার মার্ক কারের চরিত্রে অভিনয় করেছেন। উৎসবে লালগালিচায় তার ব্যস্ততা থাকলেও তিনি তার নিয়মিত অনুশীলন বাদ দেননি।
'দ্য রক' শুধু সেলিব্রিটি নন, তিনি প্রেরণা
জিমের সহ-মালিক আলদো ফ্রিক্সিওনে বলেন, "আমরা সবাই ডব্লিউডব্লিউই আর তার সিনেমা দেখে বড় হয়েছি। দ্য রক কেবল একজন সেলিব্রিটি নন, তিনি প্রজন্মের প্রেরণা।" তিনি জানান, এত বড় তারকা হয়েও জনসন ছিলেন ভীষণ বিনয়ী এবং কোনো বাড়তি মনোযোগ চাননি। অনুশীলনের পর তিনি জিমের কর্মী ও সদস্যদের সঙ্গে ছবি তোলেন, আড্ডা দেন এবং হাসি-খুশি সময় কাটান। এরপর তিনি নিঃশব্দে সেখান থেকে চলে যান। তার এই বিনয়ী আচরণ সবার মনে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করেছে।