প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ফিরছে আবারও। মঙ্গলবার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নস্টালজিয়া,কেউ মনে করছেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কেউ আবার শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য শেয়ার করছেন।
‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে। কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতার প্রথম ১৫ লাইন ছিল এর সূচনাসংগীত। স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে পুনরায় শুরু হয় অনুষ্ঠানটি, যা দ্রুতই শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চে পরিণত হয়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ নানা বিভাগে প্রতিভা প্রদর্শনের সুযোগ পেতেন প্রতিযোগীরা। ২০০৫ সাল পর্যন্ত চলা এ আয়োজন থেকে উঠে এসেছে বহু তারকা,তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, সামিনা চৌধুরীসহ অনেকেই।
বিটিভির জনসংযোগ বিভাগ জানায়, নতুন মৌসুমের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে শিল্পকলা একাডেমি ভবনে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হলো
ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ), ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী), ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর), ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা), ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর), সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ), রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা), রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়), রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা), রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ), খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল), খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা), বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর), বরিশাল-2 (পটুয়াখালী, বরগুনা, ভোলা), চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার), চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি), চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া), চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী)।
প্রতিযোগিতা হবে নয়টি বিষয়ে অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত। বয়স অনুযায়ী দুটি শাখা থাকবে: ‘ক’ (৬–১১ বছর) এবং ‘খ’ (১১–১৫ বছর)। বিভাগীয় পর্ব শেষে চূড়ান্ত ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়, ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে।