অবশেষে কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির দিন একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে প্রথমবারের মতো দেখা গেল এই তারকা দম্পতি ও তাঁদের মেয়েকে। ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠা এই ছবিতে মা-মেয়ে দু'জনকেই দেখা যাচ্ছে লাল রঙের চুড়িদার ও মানানসই সোনার গয়নায়। দীপিকার পোশাকের রঙের সঙ্গে মিলিয়েই সেজেছে ছোট্ট দুয়া। অন্যদিকে, রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের শেরওয়ানি।
এক ফ্রেমে ধরা পড়া এই তিনটি উষ্ণ মুহূর্ত অনুরাগীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়েছে। কোনো ছবিতে দুয়াকে হাসতে দেখা যাচ্ছে, আবার কোনো ছবিতে সে বাবা-মায়ের কোলে খেলায় মগ্ন। ছবিগুলো শেয়ার করে দম্পতি লিখেছেন, "দীপাবলির শুভেচ্ছা।" অনেক দিন ধরেই ভক্তরা দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর অনুরাগীরা মন্তব্য করছেন, কেউ বলছেন দুয়া দেখতে ঠিক দীপিকার মতো, আবার কারো মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে।
প্রকাশিত পাঁচটি ছবির মধ্যে শেষ ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন। উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সে বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি শেয়ার করে তাঁরা প্রথম দুয়ার নাম প্রকাশ করেছিলেন।