জনপ্রিয় দক্ষিণ ভারতীয় সংগীতশিল্পী ও ডাবিং শিল্পী চিন্ময়ী শ্রীপদা আবারও কুরুচিকর অনলাইন আক্রমণের শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে বিকৃত নগ্ন ছবি এবং অত্যন্ত অশ্লীল বার্তা পাঠিয়েছে। এখানেই শেষ নয়, ওই দুষ্কৃতী চিন্ময়ীর দুই সন্তানকেও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন এই শিল্পী।
ইনস্টাগ্রামে একটি পোস্টে চিন্ময়ী জানান, ওই ব্যক্তি প্রথমে তাকে আপত্তিকর ছবি পাঠায় এবং এরপর লাগাতার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যে পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অবশেষে, গায়িকা নিরুপায় হয়ে বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার সূত্রপাত চিন্ময়ীর স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রনের একটি মন্তব্যকে কেন্দ্র করে। রাহুল তার নতুন ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর প্রচারের সময় বলেছিলেন, 'মঙ্গলসূত্র পরা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ হওয়া উচিত। সমাজ নারীর মতো পুরুষকেও কোনো প্রতীকের মাধ্যমে বাধ্য করতে পারে না।' রাহুলের এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে একাংশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চিন্ময়ীর অভিযোগ, এর জেরেই তার ইনবক্সে অপমানজনক ছবি ও হত্যার হুমকি পাঠানো হয়।
উল্লেখ্য, এটি চিন্ময়ীর ওপর প্রথম গুরুতর অনলাইন হামলা নয়। এর আগে 'মিটু' আন্দোলনের সময়ও তিনি ব্যাপক আক্রমণের মুখে পড়েছিলেন। সে সময় তিনি গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন, যার পরপরই সামাজিক মাধ্যমে তাকে ব্যাপকভাবে ট্রোল করা হয় এবং আক্রমণ করা হয়। অনেকেই বর্তমান ঘটনাটিকে সেই সময়ের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।