যখন বুচি বাবু, রাম চরণ, আর সুরের জাদুকর এ আর রহমানের মতো ত্রয়ী এক হলেন, তখন প্রত্যাশা তো আকাশছোঁয়া হবেই! আর সেই প্রত্যাশাকে স্রেফ উড়িয়ে দিয়ে 'পেড্ডি' (Peddi) সিনেমার প্রথম গান 'চিকিরি চিকিরি' শুধু চার্টবাস্টারই হয়নি, ইউটিউবে একেবারে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউজ-এর মাইলফলক ভেঙে দিয়েছে!

মাত্র তিন সপ্তাহের মধ্যে এই চোখ ধাঁধানো সাফল্য ছিনিয়ে এনেছে গানটি, যা সত্যিই এক 'সেনসেশনাল' অর্জন। এই বিশাল সাফল্যের পর এখন পুরো সিনেমার ওপর দর্শকের আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গেছে।

সব ভাষা মিলিয়ে 'চিকিরি চিকিরি' ১০০ মিলিয়ন ভিউজের ধাক্কা খেলেও, মূল অবদান অবশ্যই তেলেগু সংস্করণের। তেলেগু ভার্সনটি একাই ৬৪ মিলিয়ন ভিউজ নিয়ে রাজত্ব করছে। এর ঠিক পরেই রয়েছে হিন্দি সংস্করণ, যা ২৫ মিলিয়ন ভিউজ নিয়ে দর্শকদের মনোযোগ কেড়েছে। তবে শুধু তেলেগু সংস্করণটিও এখন একাই ১০০ মিলিয়ন ভিউজের দিকে ধেয়ে চলেছে!

এই গানটি শুধু ভিউজ দিয়েই রেকর্ড গড়েনি, এর হুক স্টেপ এখন ইন্টারনেট জুড়ে ভাইরাল! ইনস্টাগ্রামের রিলস এবং ইউটিউবের শর্টস এখন 'চিকিরি চিকিরি' জ্বরে কাঁপছে। ফ্যানদের উন্মাদনা দেখে ফিল্মের টিম এখন বড় পরিকল্পনা নিয়ে এসেছে। সিনেমার থিয়েটারে মুক্তির আগেই এই গানটি সব ভাষা মিলিয়ে ২৫০ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আর এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে, টিম এখন দ্বিতীয় সিঙ্গেল গানটি নতুন বছরের বিশেষ উপহার হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে!