ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণা করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পোস্টে তিনি লেখেন, বাবা… তিন বছর হয়ে গেল। তুমি আমাদের সবাইকে ছেড়ে অনন্তলোকে চলে গেছ। তোমাকে দেখতে খুব ইচ্ছে করে, ছুঁতে ইচ্ছে করে। কিন্তু পারি না, আর কোনোদিন পারবও না। ভালো থেকো বাবা।

চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী ২০২২ সালের ২৭ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং শেষদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তার অবস্থার আরও অবনতি ঘটে।

পেশাগত জীবনে রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। পাবনার সুজানগরে তিনি ‘দুলাল মাস্টার’ নামেই বেশি পরিচিত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি ছেলের জীবনের প্রতিটি সাফল্যের পাশে ছিলেন তিনি। চঞ্চল চৌধুরীকে নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরগুলো তিনি সযত্নে কেটে ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন, এতেই বোঝা যেত ছেলের প্রতি তার গর্ব আর ভালোবাসা।

তার মৃত্যুর পরদিন পাবনার সুজানগর উপজেলার কামারহাটে শেষকৃত্য সম্পন্ন হয়। বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দেওয়া এই পোস্ট ভক্ত ও অনুরাগীদের মাঝেও আবেগের ছোঁয়া ফেলেছে। অনেকেই মন্তব্যে তার বাবার আত্মার শান্তি কামনা করেছেন।