কার্ডি বি আবার মা হয়েছেন। গত সপ্তাহে জন্ম নিয়েছে তার চতুর্থ সন্তান এবারের শিশুটি তার প্রেমিক স্টেফন ডিগসের সঙ্গে প্রথম সন্তান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইনস্টাগ্রামে একটি আবেগময় ভিডিও পোস্ট করে তিনি জানান, জীবনের এই নতুন অধ্যায় তাকে দারুণভাবে বদলে দিচ্ছে।

এক মার্কিন গণমাধ্যমকে কার্ডি বি বলেন, আগের অধ্যায় শেষ হয়েছিল নতুন একটি ঋতুর সূচনায় নতুন করে উঠে দাঁড়ানো কখনোই সহজ না, কিন্তু শেষে তা সার্থক মনে হয়। তিনি জানান, নতুন সংগীত, নতুন অ্যালবাম আর পরিবারের নতুন সদস্য সব মিলিয়ে তার জীবন এখন অন্যরকম ছন্দে চলছে। নিজের বদলে যাওয়া সত্তাকে ভালোবাসা এবং বাচ্চাদের যথাযথ ভালোবাসা-আদর দেওয়া তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজেকে একাই সব লড়াই সামলাতে হয়েছে এ কথাও খোলাখুলি স্বীকার করেছেন তিনি। তার ভাষায়, এখন তার সামনে ‘আমার বনাম আমি’ অধ্যায়। সব বাধা, সমালোচনা আর চাপে লড়ে এগিয়ে যেতে চান তিনি। পরবর্তী ট্যুরের প্রস্তুতিও শুরু করেছেন। শ্রোতারা যেন তার সেরা পারফরম্যান্স পান, সেটাই লক্ষ্য। শেখা, বদলে যাওয়া এবং নিজের ভেতরের নারীকে ভালোবাসার যাত্রাই তাকে এবার নতুন যুগে নিয়ে যাচ্ছে।

২০১৭ সালে অফসেটের সঙ্গে প্রেম শুরু, বাগদান এবং গোপন বিয়ে সবই কয়েক মাসের ব্যবধানে। ২০১৮ সালে জন্ম নেয় প্রথম কন্যা কালচার কিয়ারি। ২০২১ সালে দ্বিতীয় সন্তান এবং ২০২৪ সালে তৃতীয় সন্তানের জন্ম দেন কার্ডি।
তৃতীয় সন্তানের কয়েক সপ্তাহ পর থেকেই স্টেফন ডিগসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। এ বছরের ১ জুন সম্পর্কটি তিনি নিজেই নিশ্চিত করেন। ১৭ সেপ্টেম্বর জানান, তারা বাবা-মা হতে চলেছেন। এখনো বিয়ে না করলেও একসঙ্গে সন্তানের দায়িত্ব নিচ্ছেন কার্ডি বি ও স্টেফন ডিগস।