চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর আবারও নতুন করে ভালোবাসায় রঙিন হয়েছেন তিনি।
তাহসানের নতুন স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয় এবং ব্যক্তিগত মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিয়মিত।
সম্প্রতি রোজা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, যা দ্রুতই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। ছবিতে দেখা যায়, তাহসানের উরুর ওপর মাথা রেখে শুয়ে আছেন রোজা। অন্যদিকে তাহসানের চোখে রোদচশমা, আর দুজনের পরনেই মিলিয়ে নেওয়া হালকা রঙের টি-শার্ট। সেই ছবির ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয়েছে তাহসানের একটি জনপ্রিয় গান। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন-
“বৃত্তের ভেতর শুধু তুমি আছো।”
প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে তাহসানকে বিয়ে করেছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ২০১৩ সালের ৩০ জুলাই তাঁদের কন্যাসন্তান আইরা জন্ম নেয়। তবে আইরার জন্মের চার বছর পর, ২০১৭ সালে দীর্ঘদিনের সংসারের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান ও মিথিলা।
ডিভোর্সের পর মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। সে সময় তাঁদের বিয়ে নিয়ে নানান সমালোচনা হলেও দম্পতি কোনো বিতর্কে বিচলিত না হয়ে সম্পর্কটিকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যান।