আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই শোকাবহ দিনে সামাজিক মাধ্যমে অনেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছেন। এই তালিকায় আছেন দেশের শোবিজ তারকারাও।
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানও তার ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি তার পোস্টে বঙ্গবন্ধুর একটি ছবি দিয়ে লিখেছেন, “শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।”
যদিও শাকিব খান কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন, তবে ১৫ আগস্টের এই বিশেষ দিনে তার এই পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে শাকিব খান নিউ ইয়র্কে আছেন এবং এই মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে।