বিটিএস ভক্তদের নিয়ে তথ্যচিত্র ‘ফরএভার উই আর ইয়াং’ মুক্তি পাচ্ছে ৫ আগস্ট
আর্মিদের গল্পেই ফুটে উঠবে বিটিএসের আবেগ ও সাফল্য
বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস-এর অনুরাগীদের নিয়েই নির্মিত হয়েছে নতুন তথ্যচিত্র ‘BTS ARMY: Forever We Are Young’। তথ্যচিত্রটি মুক্তি পাবে আগামী ৫ আগস্ট। এটি পরিচালনা করেছেন গ্রেস লি এবং প্যাটি আন।
বিটিএস ভক্তরা ‘আর্মি’ নামে পরিচিত। সিউল থেকে লস অ্যাঞ্জেলেস, টেক্সাস থেকে মেক্সিকো সিটি—বিশ্বজুড়ে এই ‘আর্মি’র সংখ্যা এখন প্রায় ৯ কোটির বেশি। এই বিশাল ভক্তসমুদ্রকে ঘিরেই নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি ব্যান্ডের গল্প নয়, বরং একটি আবেগের ইতিহাস।
প্রযোজক গ্রেস লি বলেন,
“আর্মি ছাড়া বিটিএস কিছুই নয়, আবার বিটিএস ছাড়া আর্মিও কিছুই নয়। এই সম্পর্কটা চিরন্তন ও পরিপূরক।”
তথ্যচিত্রে বিভিন্ন দেশের আর্মিদের সংগ্রাম, আবেগ, সৃজনশীলতা ও সহনশীলতা তুলে ধরা হয়েছে। তাদের চোখ দিয়েই দেখা হয়েছে বিটিএসকে। এতে সিউলের একটি ড্যান্স ক্লাসের দৃশ্যও রয়েছে, যেখানে বিটিএসের কোরিওগ্রাফি শেখানো হয়।
পরিচালক প্যাটি আন জানান,
“আমরা এমন সব ভক্তদের সঙ্গে পরিচিত হব, যারা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, আবার ভাবতেও বাধ্য করেছে। আর্মিদের মন ছুঁয়ে যাওয়া সব মুহূর্তই এই তথ্যচিত্রে উঠে এসেছে।”
এদিকে, বিটিএস সম্প্রতি প্রকাশ করেছে তাদের প্রথম লাইভ অ্যালবাম ‘Permission to Dance On Stage – Live’, যেখানে রয়েছে ২০২১-২২ সালের বিশ্বভ্রমণ কনসার্টে পরিবেশিত ২২টি জনপ্রিয় গানের লাইভ ভার্সন। এর মধ্যে রয়েছে ‘Dynamite’, ‘Butter’, ‘On’, ‘Fire’, ‘Dope’, ‘Idol’ প্রভৃতি গান।
প্রায় তিন বছরের বিরতি শেষে আগামী ২০২৬ সালের বসন্তে আবার মঞ্চে ফিরছে বিটিএস। ইতোমধ্যে ব্যান্ডের সব সদস্য—আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা—তাঁদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।তথ্যচিত্র ‘ফরএভার উই আর ইয়াং’ কেবল একটি ভক্তগোষ্ঠী নয়, বরং তাদের আবেগ, সম্পর্ক ও সাংস্কৃতিক প্রভাবের এক গভীর দলিল হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতারা।