বিক্রান্ত একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, একজন মায়ের ভূমিকা কতটা অতুলনীয়, তা উপলব্ধি করেছেন যখন তিনি শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবের যন্ত্রণায় সহ্য করতে দেখেছেন। বাবা সন্তানের সঙ্গে যতটা আত্মিকভাবে যুক্ত থাকতেই পারেন, সেই তুলনায় মায়ের ধৈর্য এবং ত্যাগ আলাদা।
‘টুয়েলফথ ফেল’খ্যাত এই তারকা আবেগপ্রবণ হয়ে বললেন, “আমি শীতলকে ১০ বছর ধরে চিনি। তাকে গর্ভাবস্থার সময়ও দেখেছি, পেট ধীরে ধীরে বাড়তে দেখেছি। কিন্তু ৩০ ঘণ্টা ধরে প্রসবের যন্ত্রণায় ধৈর্য ধরে থাকা, মেয়েরা সত্যিই অনেক কিছু সহ্য করে।”
বিক্রান্ত বরাবরই একটি পরিবার গঠনের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হয় শীতলের সঙ্গে জীবনের পথ চলা শুরু করার পর। তিনি জানান, সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পর তার কমিটমেন্ট ফোবিয়া আর কোনো দিন ফিরে আসে নি।
উল্লেখ্য, বিক্রান্ত মাসেই এবং শীতল ঠাকুর একে অপরকে চেনেন ২০১৫ সাল থেকে। দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে, ১৫ ফেব্রুয়ারি তারা আইনি বিয়ে সম্পন্ন করেন। তিন দিন পর সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।