‘আমি গান গাই, আপনারা তো যৌনতা ভালোবাসেন!’
সমালোচনার তোয়াক্কা করেন না সাবরিনা কার্পেন্টার

“ভালো মেয়ে” ইমেজ ভেঙে গানের কথায় যৌনতা নিয়ে অকপট জবাব দিলেন আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টার।

২০২৪ সালের সুপারহিট গান ‘এসপ্রেসো’-র পরও যে তিনি থামছেন না, তা এবার আরও একবার প্রমাণ করলেন সাবরিনা কার্পেন্টার। ২৬ বছর বয়সী এই পপ তারকা ক্রমাগত সাফল্যের শিখরে উঠছেন। চলতি বছর ফেব্রুয়ারিতে তাঁর প্রথম গ্র্যামি নামিনেশন আসে। এরপর ‘এসপ্রেসো’ এবং নতুন অ্যালবাম ‘শর্ট অ্যান্ড সুইট’-এর জন্য জিতে নেন দু’টি পুরস্কার,যা তাঁর ক্যারিয়ারে এক স্বর্ণালি অধ্যায়।

ট্যুর শেষ না হতেই জুন মাসে মুক্তি পাওয়া নতুন গান ‘ম্যানচাইল্ড’ দ্রুতই চার্টে সাড়া ফেলে। এরপর ২৯ আগস্ট প্রকাশ পায় তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘ম্যানস বেস্ট ফ্রেন্ড’। পাশাপাশি স্পটিফাই প্রকাশিত ২০২৫ সালের মোস্ট স্ট্রিমড আর্টিস্ট তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন সাবরিনা কার্পেন্টার।

তবে এত সাফল্য নিয়েও সাবরিনার মধ্যে খুব একটা উচ্ছ্বাস নেই। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি বছরটা কেমন গেল বা কী করা যেত,এসব নিয়ে খুব একটা ভাবেন না। নিজের মতো করে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এমনকি এটাও বলেন, পরের বছর হয়তো নতুন কোনও গানই নাও আসতে পারে।

নতুন অ্যালবামে সাবরিনা ভেঙে দিয়েছেন তাঁর তথাকথিত ‘ভালো মেয়ে’ ইমেজ। গানের কথায় এসেছে যৌনতা ও বোল্ড বিষয়বস্তু, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে এসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি।

রোলিং স্টোনকে দেওয়া সাক্ষাৎকারে সমালোচকদের উদ্দেশে সপাং জবাব দেন সাবরিনা। তিনি বলেন, সবচেয়ে মজার বিষয় হলো,মানুষ অভিযোগ করে যে তিনি নাকি সবসময় এসব বিষয় নিয়েই গান করেন। অথচ এই গানগুলোকেই শ্রোতারা জনপ্রিয় করেছেন। তাঁর কথায়, স্পষ্টভাবেই মানুষ যৌনতা ভালোবাসে এবং এই বিষয়গুলোকেই তাঁরা উপভোগ করেন। এগুলোই তাঁর শোর অংশ।

গানের পাশাপাশি অভিনয়েও মন দিতে চলেছেন সাবরিনা কার্পেন্টার। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ থেকে অনুপ্রাণিত একটি মিউজিক্যাল ছবিতে তাঁকে প্রধান চরিত্রে দেখা যাবে। শুধু অভিনয়ই নয়, ওই ছবিটি তিনি নিজেই প্রযোজনা করবেন।

নিজের শর্তে গান, নিজের মতো করে ক্যারিয়ার,সাবরিনা কার্পেন্টার এখন আর কেবল একজন পপ গায়িকা নন, তিনি নিজের সময়ের এক আত্মবিশ্বাসী আইকন।