আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই শোকাবহ দিনে রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক মাধ্যমে শোক প্রকাশে থেমে নেই সাধারণ মানুষ এবং শোবিজ তারকারা।
তারকাদের শ্রদ্ধা নিবেদন
দেশের শীর্ষস্থানীয় তারকারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
শাকিব খান: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।”
খায়রুল বাসার: অভিনেতা খায়রুল বাসার নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
কোনাল: সংগীতশিল্পী কোনালে তার পোস্টে লিখেছেন, “বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমীন।”
নাজিফা তুষি: অভিনেত্রী নাজিফা তুষি বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, “বিনম্র শ্রদ্ধা।”
নিশীতা বড়ুয়া: সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
ইরফান সাজ্জাদ: অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “আমি কোনো দল করি না। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রদ্ধা।”
আরশ খান: অভিনেতা আরশ খান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বদলে লিখেছেন, “‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।’ কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে।” তিনি এই মন্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের এই শোক প্রকাশকে বোঝাতে চেয়েছেন।
জাহের আলভী: অভিনেতা জাহের আলভী লিখেছেন, “কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।”
রাজনৈতিক প্রেক্ষাপট যাই থাকুক না কেন, এই বিশেষ দিনে বাংলাদেশের তারকারা তাদের প্রিয় নেতার প্রতি সম্মান জানাতে পিছপা হননি।