দীপাবলির আনন্দের মাঝে বলিউডে নতুন সিনেমার ঘোষণা আসায় উচ্ছ্বাস আরও বেড়েছে। নাম ঠিক না হওয়া এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করবেন পারিবারিক গল্পের জন্য সুপরিচিত নির্মাতা সুরজ আর বরজাতিয়া। তার পরিচালিত জনপ্রিয় ও ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবাহ’। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে গল্পের কাজ প্রায় শেষের পথে এবং এতে আয়ুষ্মান-শর্বরী ছাড়াও আরও বেশ কয়েকজন শক্তিশালী অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন।
এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস এবং অনিতা গুরনানি। ছবির শুটিং শুরু হবে আগামী ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে এবং এটি আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই নতুন জুটি এবং সুরজ আর বরজাতিয়ার পারিবারিক ঘরানার ছবি সব মিলিয়ে দর্শক মহলে এর প্রত্যাশা এখন থেকেই তৈরি হচ্ছে।
এদিকে, বর্তমানে দুই তারকাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আয়ুষ্মান খুরানার ‘ঠাম্মা’ সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২১ অক্টোবর, যেখানে তিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণারত ইতিহাসবিদ ‘আলোক গোয়াল’-এর চরিত্রে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। অন্যদিকে, শর্বরী ওয়াঘ যশরাজ ফিল্মসের ব্যানারে আলি আব্বাস জাফরের পরিচালনায় সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের সঙ্গে নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।