প্রথম সোমবারের অগ্নিপরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়ে ছবিটি এখন ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। সোমবার ভারতীয় বক্স অফিসে ছবিটির আয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা, যা চার দিনের মাথায় মোট সংগ্রহকে নিয়ে গেছে ৮৯ কোটি টাকায়। তবে মজার বিষয় হলো, ভারতের সাধারণ হিসাবের বাইরে থ্রিডি চার্জ যোগ করলে ছবিটির প্রকৃত আয় ইতিমধ্যেই ১০০ কোটি টাকার ঘর পার করেছে।
আগের কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর তুলনায় মোট আয়ের অংক কিছুটা কম মনে হলেও বক্স অফিসের ট্রেন্ড বলছে এবারের স্থায়িত্ব নজরকাড়া হতে পারে। সামনেই বড়দিন এবং নতুন বছরের টানা ছুটি, যা সুবিধা নিয়ে ছবিটি দ্রুত ২০০ কোটির ল্যান্ডমার্কের দিকে এগিয়ে যাবে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম সপ্তাহ শেষে আয় ১২৫ কোটি ছাড়াবে এবং সব মিলিয়ে ভারতের বাজারে ২৫০ কোটি টাকার বিশাল সংগ্রহ করবে এই হলিউড ধামাকা।
জেমস ক্যামেরন মানেই গগনচুম্বী প্রত্যাশা, যেখানে ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সেই মানদণ্ডে কিছুটা পিছিয়ে থাকলেও ভারতের মাটিতে হলিউড সিনেমার জন্য ২৫০ কোটি টাকা একটি বিশাল অর্জন। এর আগে ‘টাইটানিক’ কিংবা অ্যাভাটারের আগের কিস্তিগুলো ভারতের সর্বকালের সেরা হলিউড হিটের তালিকায় রাজত্ব করেছে। এবার দেখার বিষয়, বড়দিন এবং নতুন বছরের উৎসব মৌসুমে এই আগুনের তেজ কতদূর পৌঁছায়।