ঢাকায় একের পর এক বড় কনসার্ট বাতিলের খবরের মাঝে নতুন করে উচ্ছ্বাস নিয়ে এলো জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজনের ঘোষণা। আগামী ১৩ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহু-প্রতীক্ষিত কনসার্ট।
‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ শিরোনামে পরিকল্পিত এই চ্যারিটি কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে স্পিরিটস অব জুলাই এবং লাইভ-এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মেইন স্টেইজ। 'মেইন স্টেইজ শো-২০২৫' নামে এই আয়োজনটি এ বছরের অন্যতম আলোচিত ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
এই কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবেন দেশীয় ব্যান্ড ফুয়াদ এবং নেমেসিসসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্টের মোট লভ্যাংশের ৪০ শতাংশ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে। এই অর্থ জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন প্রকল্পে ব্যয় করা হবে। সমাজসেবামূলক এই উদ্যোগের অংশ হিসেবে গত ২ নভেম্বর স্পিরিটস অব জুলাইয়ের সঙ্গে সংস্থাটির একটি সমঝোতা স্মারক সই হয়। আয়োজকদের ভাষ্যমতে, এটি নিছক বিনোদন নয়, বরং সংগীতের শক্তিকে মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত করে সমাজের প্রতি দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।