অভিনেতা অপূর্ব বাবা হয়েছেন একটি কন্যাসন্তানের। দুপুরে নিজের ফেসবুকে নবজাতকের হাতের ছবি শেয়ার করে তিনি খবরটি জানান। মেয়ের নাম রেখেছেন আনায়া। মা শাম্মা দেওয়ান এবং শিশুটি দুজনেই সুস্থ।
পোস্টে অপূর্ব লিখেছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যা এসেছে এই পৃথিবীতে। স্বাগতম, প্রিয় আনায়া।
অপূর্ব ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন। চার বছর পর তাঁদের ঘরে এলো কন্যা। এর আগে তিনি অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন, তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। পরে ২০১১ সালের ডিসেম্বরে অদিতিকে বিয়ে করেন, যাঁর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে রয়েছে তাঁদের ছেলে আয়াশ।