অপূর্বর কথা একসময় ছোট পর্দায় উপস্থিত হলে যেমন নিশ্চিত মনে হতো, এখনো তাঁর প্রতি সেই টান কমেনি। তিনি কাজ করছেন, দর্শকও তাঁকে আগের মতোই ভালোবাসে। তবু আগে যেভাবে নিয়মিত অভিনয়ে ব্যস্ত দেখা যেত, এখন আর সেভাবে দেখা যায় না। কেন এই ব্যবধান তা নিয়ে সরাসরি কথা বললেন তিনি।

এক অনুষ্ঠানেই কথাটা ওঠে। প্রশ্ন ছিল, অপূর্বর হাতে কি এখন কাজ কম? তিনি হাসতে হাসতেই উত্তর দেন, কাজ নেই কিনা জানতে চাইলে পাশে বসা প্রযোজককে জিজ্ঞেস করলেই ভালো। তারপর নিজেই পরিষ্কার করেন, কাজ আছে, নিয়মিতই আছেন। শুধু নিজের জন্য মাঝে মাঝে একটু বিরতি নেন। বয়স বাড়ছে, আগের মতো টানা দৌড়ঝাঁপ শরীরও সহ্য করে না। সঙ্গে আছে দীর্ঘদিনের ব্যাকপেইনের ঝামেলা। চিকিৎসকের পরামর্শ মেনে তাই এখন কাজ বেছে নিতে হচ্ছে, অতিরিক্ত চাপ নেওয়ার সুযোগ নেই।

এদিকে কিছুদিন আগে ছেলেকে নিয়ে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বাবা-ছেলের স্বাভাবিক আনন্দের মুহূর্তগুলো ঘিরে অযথাই নেতিবাচক মন্তব্য শুরু হয়, যেন ছেলে নাকি একা বড় হচ্ছে। এসব কথায় নীরব থাকেননি অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি। স্পষ্ট করে জানান, ছেলে তাঁর সঙ্গেই থাকে, আর ইচ্ছে হলে সপ্তাহের শেষে বাবার কাছে যায়। তাঁর এই বক্তব্যের পর অনেকেই অদিতির পাশে দাঁড়ান।

অপূর্বর ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছিল ২০২০ সালে তাঁদের বিচ্ছেদের মধ্য দিয়ে। নয় বছরের সংসারে জন্ম নেয় আয়াশ। পরে তাঁরা দুজনই আবার নতুন করে সংসার শুরু করেন।