সম্প্রতি ওয়েস্টার্ন-ফিউশন ঘরানার একটি ফরমাল আউটফিটে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। নিজের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, শুভ্র সাদা রঙের স্টাইলিশ কোটে অনবদ্য উপস্থিতি। কানের দুল আর গলার নেকলেসে তার লুকে যোগ হয়েছে আধুনিকতা ও আভিজাত্যের ছোঁয়া।
ছবির ক্যাপশনে অপু লিখেছেন, নিজেকে ঠিক সেভাবেই গড়ে তোলো, যেভাবে তুমি নিজেকে দেখতে চাও। গ্ল্যামারাস এই লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। অপুর রূপের লাবণ্য আর চোখের গভীর অভিব্যক্তি অনেকের নজর কেড়েছে। কেউ লিখেছেন, অসাধারণ ছবিগুলো, আল্লাহ যেন সবসময় হেফাজতে রাখেন। আরেক ভক্ত আবেগে জানালেন, হৃদয়ের আয়নায় শুধু তাকেই দেখা যায়।
কাজের প্রসঙ্গে গেলে, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত বড় পর্দায় উপস্থিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।