গোয়ার ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেন বোমা ফাটালেন অনুপম খের! তাঁর অভিনয় জীবনের একটি পুরোনো অভিজ্ঞতা শেয়ার করে তিনি প্রমাণ করলেন, জীবনে 'হাল ছেড়ে দেওয়া' তাঁর ডিকশনারিতে নেই।

ঘটনাটি ২০০২ সালের জনপ্রিয় স্পোর্টস কমেডি ছবি 'বেন্ড ইট লাইক বেকহ্যাম'-এর পর। ছবিটি বক্স অফিসে বিশাল সফল, কিন্তু অনুপম খেরের পারিশ্রমিক ছিল মাত্র ৫০০০ পাউন্ড!

পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব নিয়ে যখন প্রযোজক দীপক নায়ার এলেন, তিনি তখনও সেই একই 'তুচ্ছ' অঙ্কের পারিশ্রমিক অফার করেন। তখন অনুপম খেরের সেই সোজাসাপটা প্রশ্ন: "তুমি ওই ছবি থেকে ১০০ মিলিয়ন আয় করেছ, আমাকে একই টাকা কেন দেবে?"

প্রযোজক যখন কিছুতেই রাজি হচ্ছিলেন না, তখন অনুপম খের যা করলেন, তা বলিউডের ইতিহাসের অন্যতম মজার ঘটনা হয়ে থাকবে। তিনি ঠিক করলেন, পারিশ্রমিক নিয়ে বোঝাপড়াটা হবে একটু 'ড্রামাটিক'।

সকাল ১০টার কফি শপ তখন লোকে গিজগিজ করছে। অনুপম খের হঠাৎ করেই টেবিলের ওপর উঠে দাঁড়ালেন! এরপর সিনেমাটিক কায়দায় চিৎকার করে বললেন, "হ্যালো সবাই, এই হলেন দীপক নায়ার। ইনি আমাকে 'বেন্ড ইট লাইক বেকহ্যাম'-এর জন্য ৫০০০ পাউন্ড দিয়েছিলেন, আর এখন নতুন ছবির জন্য সঠিক পারিশ্রমিক দিতে চান না!"

প্রযোজক অপ্রস্তুত হয়ে দ্রুত তাঁকে বসতে বললেও, অনুপম খের তাঁর 'অভিনয়' থামাননি! তিনি আবার জিজ্ঞেস করলেন, "আমি যে টাকা চাইছি, সেটা কি দেবে?"

অবশেষে প্রযোজক হার মানলেন এবং পারিশ্রমিক দিতে রাজি হলেন। আর রাজি হওয়ার পরই টেবিল থেকে নামলেন অনুপম। নিজের বক্তব্য শেষ করে অনুপম খেরের সেই বিখ্যাত উক্তি: "কারণ, হাল ছেড়ে দেওয়া কখনোই আমার বিকল্প নয়।"

অনুপম খের শুধু একটি মজার ঘটনাই শোনালেন না, বরং ক্যারিয়ারে নিজের ন্যায্য দাবি কীভাবে আদায় করতে হয়, সেই অনুপ্রেরণাও দিলেন।