‘এই বয়সে আমার মা আর দাদি কেমোথেরাপি নিচ্ছিলেন’: ক্যানসার নিয়ে আবেগপ্রবণ অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উৎসবে তার নতুন ছবি 'কুত্যুর'-এর প্রিমিয়ারে ক্যানসার এবং জীবনের লড়াই নিয়ে কথা বলেছেন। এই প্রসঙ্গে তিনি নিজের পরিবারের ক্যানসারের ইতিহাস স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন।
কেন স্তন অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন?
২০১৩ সালে অ্যাঞ্জেলিনা জোলি ঝুঁকিপূর্ণ জিনের কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় তার উভয় স্তন অপসারণ করিয়েছিলেন। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমার বয়স এখন ৫০। এ বয়সে আমার মা আর দাদি কেমোথেরাপি নিচ্ছিলেন।"
তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তিনি মনে করেন, জীবনে কিছু দুশ্চিন্তা থাকলেও সেগুলো আমাদের আরও বেশি তাগিদ দেয় যতদিন বেঁচে আছি, জীবনটাকে সেরাভাবে বাঁচতে হবে।
জোলি জানান, সন্তানদের আশ্বস্ত করার জন্যও তিনি এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন, যাতে তারা নিশ্চিত থাকে যে তাদের মা অকালে মারা যাবেন না। তার নিজের মা মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারে মারা গিয়েছিলেন।
নতুন সিনেমা 'কুত্যুর'
অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি 'কুত্যুর'-এর গল্প একজন মার্কিন নারী চলচ্চিত্র পরিচালককে নিয়ে, যিনি প্যারিসের ফ্যাশন জগতে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে তার জীবনে নেমে আসে নানা অন্ধকার। ছবিটি পরিচালনা করেছেন ফরাসি নির্মাতা অ্যালিস ভিনোকু।