বিনোদন জগতের হিসাব-নিকাশ এবার পুরোপুরি পাল্টে গেছে। ভাবছেন তো আমির খান বা রাশমিকা মান্দানাই বোধহয় বছরের সেরা? মোটেই না! সবাইকে বড়সড় ধাক্কা দিয়ে আইএমডিবি (IMDb)-র ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছেন দুই নবাগত— আহান পান্ডে এবং অনীত পাড্ডা। যশ রাজ ফিল্মসের রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই এই দুই তরুণ তুর্কির জনপ্রিয়তা আকাশচুম্বী।

বিশ্বজুড়ে প্রতি মাসে প্রায় ২৫ কোটির বেশি আইএমডিবি ব্যবহারকারীর সার্চ ও আগ্রহের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি হয়েছে। শুধু নায়ক-নায়িকাই নয়, ‘সাইয়ারা’র জাদুতে বাজিমাত করেছেন পরিচালক মোহিত সুরিও। তিনি নিজেও এই মুহূর্তে ভারতের এক নম্বর জনপ্রিয় পরিচালক। নবাগত আহান পান্ডে এই সাফল্যকে ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে অনীত পাড্ডা আপ্লুত এই ভেবে যে তাঁর কাজ এখন পৃথিবীর নানা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে।

তালিকার বাকি নামগুলোও বেশ চমকপ্রদ। ৩ নম্বরে থাকলেও আমির খান, ইশান খাট্টার ও তৃপ্তি দিমরি নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন। রাশমিকা মান্দানার জন্য বছরটি ছিল ব্যস্ততার, কারণ বিভিন্ন ভাষায় তাঁর পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। তালিকায় লক্ষ্য লালওয়ানি, কল্যাণী প্রিয়দর্শন এবং ঋষভ শেঠিদের মতো নামগুলো প্রমাণ করছে যে দর্শক এখন নতুনত্বের খোঁজে।

পরিচালকদের দিক থেকে বড় ধামাকার নাম আরিয়ান খান। নিজের প্রথম সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ দিয়েই তিনি তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন। তিনিই তালিকার সবচেয়ে তরুণ নির্মাতা। এছাড়া অস্কারের দৌড়ে থাকা ‘হোমবাউন্ড’-এর পরিচালক নীরজ ঘেওয়ানও সেরা দশে জায়গা করে নিয়েছেন। সব মিলিয়ে, ২০২৫ সালটি ছিল বড় বড় তারকাদের সরিয়ে নতুন প্রতিভাদের রাজত্ব করার বছর।