ভারতের বিনোদন জগতে বড়সড় ধামাকা! ফের রূপালি পর্দায় ম্যাজিক দেখাতে এক হচ্ছেন সুপারস্টার অল্লু অর্জুন এবং জাদুকরী সংলাপের কারিগর পরিচালক ত্রিভিক্রম শ্রীনিবাস। তবে এবার আর কোনো সাধারণ পারিবারিক ড্রামা নয়,তাঁরা আসছেন ১০০০ কোটি রুপি বাজেটের এক বিশাল পৌরাণিক মহাকাব্য নিয়ে।
‘জুলাই’, ‘এস/ও সত্যমূর্তি’ এবং ব্লকবাস্টার ‘আলা বৈকুণ্ঠপুরামলো’-র পর এটি হতে যাচ্ছে এই সুপারহিট জুটির চতুর্থ কাজ। Pinkvilla-র বরাতে জানা গেছে, ভারতীয় সিনেমার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এমন বিশাল স্কেলে তৈরি হবে এই সিনেমাটি।
ভেতরের খবর হলো, এই অসাধারণ গল্পটি আসলে অল্লু অর্জুনের জন্যই লেখা হয়েছিল। মাঝে এটি জুনিয়র এনটিআর-কে নিয়ে করার কথা থাকলেও, ভাগ্যচক্র আবারও অল্লুকে এই গল্পের নায়ক হিসেবে ফিরিয়ে এনেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আসতে পারে এর আনুষ্ঠানিক ঘোষণা।
সূত্র বলছে, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরে গড়াবে এই ছবি। তবে তার আগে অল্লু অর্জুন শেষ করবেন পরিচালক অ্যাটলির বহুল আলোচিত একটি প্যান-ইন্ডিয়া সিনেমা।
বর্তমানে অল্লু অর্জুন ব্যস্ত আছেন অ্যাটলির সায়েন্স-ফিকশন অ্যাকশন এন্টারটেইনার নিয়ে (যাবতীয় নাম AA22xA6)। আন্তর্জাতিক মানের ভিএফএক্স সমৃদ্ধ এই ছবিতে অল্লুর বিপরীতে দেখা যাবে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকে। গুঞ্জন আছে, অ্যাটলির এই ছবিটি দুই খণ্ডে মুক্তি পেতে পারে, যার প্রথম অংশ আসতে পারে ২০২৬ সালের শেষ দিকে।
পুষ্পা রাজের আকাশচুম্বী সাফল্যের পর, অল্লু অর্জুন যেভাবে একের পর এক মেগা-বাজেট প্রজেক্ট হাতে নিচ্ছেন, তাতে স্পষ্ট যে তিনি বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তৈরি!