সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে অভিনেত্রী চমক জানিয়েছেন, এখন সম্ভবত চুপ থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই দেশে সব পরিস্থিতিতেই চুপ থাকা নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তারা নির্বোধ। তাই আজ থেকে শুধু শাড়ি পরে রোমান্টিক ছবি শেয়ার করব।’
চমকের এই মন্তব্য মূলত সমাজের অস্থিরতা এবং প্রতিবাদী মনোভাবের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। যেখানে সত্য বলার বা অন্যায়ের প্রতিবাদ করার জন্য মানুষকে নির্বোধ বলা হয়, সেখানে নিজেকে সংযমী রাখা শ্রেয় মনে করছেন তিনি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে নয়, শুধুমাত্র নিজের গ্ল্যামারাস ও রোমান্টিক ছবিই পোস্ট করবেন।
ভক্ত ও অনুরাগীরা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমানের কাজ,’ আবার অনেকে তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন।