উদয়পুরের রাজকীয় প্রাসাদে চার হাত এক হচ্ছে! ১১ই জানুয়ারি বিয়ের পিঁড়িতে নূপুর শ্যানন ও স্টিবিন বেন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের সানাই বাজতে চলেছে নতুন বছরেই! আগের সব জল্পনা উড়িয়ে দিয়ে জানা গেছে, নূপুর এবং জনপ্রিয় গায়ক স্টিবিন বেন আগামী ১১ই জানুয়ারি উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। রাজস্থানে তিন দিনব্যাপী ধুমধাম করে অনুষ্ঠান শেষে মুম্বাইয়ে হবে এক রাজকীয় রিসেপশন।

বিয়ের তারিখ নিয়ে সব জল্পনার অবসান: আগে শোনা গিয়েছিল যে নূপুর ও স্টিবিনের বিয়ে হবে ৮ ও ৯ জানুয়ারি। তবে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, বিয়ের মূল তারিখ নির্ধারিত হয়েছে ১১ই জানুয়ারি। রাজস্থানের একটি বিলাসবহুল প্রাসাদে টানা তিন দিন ধরে চলবে এই উৎসব।

একদম ব্যক্তিগত অনুষ্ঠান: এই তারকা জুটি তাঁদের বিয়ের মূল অনুষ্ঠানটি খুব সীমিত পরিসরে রাখতে চেয়েছেন। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্য ছাড়া বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এমনকি নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বেশ কড়া। তবে ছোট বোনের বিয়ে বলে কথা! দিদি কৃতি শ্যানন যে সব আয়োজনের নেতৃত্বে থাকবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশন: উদয়পুরের অনুষ্ঠান শেষে ১৩ই জানুয়ারি মুম্বাইয়ে আয়োজন করা হবে একটি জমকালো রিসেপশন। সেখানে বলিউড এবং সংগীত জগতের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যদিও এই জুটি এখনো জনসমক্ষে তাঁদের বিয়ের ব্যাপারে মুখ খোলেননি, সবকিছুই একটু গোপন রাখতে চাইছেন তাঁরা।

দীর্ঘ প্রেমের শুভ পরিণতি: অভিনেত্রী নূপুর এবং গায়ক স্টিবিন দীর্ঘদিন ধরে একে অপরের সাথে প্রেম করছেন। খুব একটা জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা না বললেও, একে অপরের কাজের প্রতি সব সময়ই সমর্থন জানিয়ে এসেছেন। এবার সেই দীর্ঘ সম্পর্কেরই শুভ পরিণতি হতে যাচ্ছে ২০২৬-এর শুরুতে।