রকিং স্টার যশ এবার বড় পর্দায় ফিরছেন এক নতুন রূপে। তার অপেক্ষিত গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন আপস’এর টিজার প্রকাশ মাত্র ২৪ ঘণ্টায় ইতিমধ্যেই দর্শক এবং অনলাইন ব্যবহারকারীদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। জন্মদিনের দিনে, ৮ জানুয়ারি ২০২৬, মুক্তি পাওয়া এই টিজারে যশকে দেখা গেছে ‘রায়া’ চরিত্রে, এক রুক্ষ ও শক্তিশালী লুকে। টিজারের ট্যাগলাইন “ড্যাডি ইজ হোম” ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কিছু দৃশ্যের জন্য সমালোচনাও দেখা গেছে, যেখানে যশকে এক অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে। তবে এই বিতর্কের মাঝেই দর্শকদের আগ্রহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় টিজারের মোট ভিউসংখ্যা ২২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে ভিউ ৪৮.৭ মিলিয়ন, ইনস্টাগ্রামে ১৫ কোটি, এবং টুইটার ও ফেসবুকে ২ কোটি ৩০ লাখেরও বেশি। টিজারের লাইকসংখ্যা ৬ মিলিয়নের বেশি, যা ছবির প্রতি দর্শকদের উত্তেজনা প্রমাণ করে।
‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। সিনেমাটি কন্নড় এবং ইংরেজি দুই ভাষায় নির্মিত হচ্ছে, যা কন্নড় সিনেমার ক্ষেত্রে একটি প্রথম উদ্যোগ।
ছবিতে যশের সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। সিনেমা মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। বিশেষজ্ঞরা বলছেন, টিজারের এই সাড়া প্রমাণ করছে যে ‘টক্সিক’ এবারের বছরটি বলিউড ও কন্নড় সিনেমাপ্রেমীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত ছবি হবে। চলেছে এই প্রশ্নের উত্তর দেবে সময়ই।