আঠারো বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় কমেডি ছবি ‘ওয়েলকাম’-এর সিক্যুয়াল নিয়ে ফিরছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ৩১ সেকেন্ডের একটি শর্ট ভিডিও পোস্ট করে দর্শকদের চমকে দিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’।
ভিডিওতে অক্ষয়কে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। সাদা চুলে বয়স্ক অবতারে হাজির হয়ে তিনি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন। এই ছবিতেও অক্ষয়ের কাছ থেকে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছেই, ফলে দর্শকদের উন্মাদনাও চোখে পড়ার মতো।
শুধু অক্ষয় নন, ভিডিওতে দেখা গেছে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, তুষার কাপুরসহ আরও একঝাঁক পরিচিত মুখ। সবচেয়ে বড় চমক হলো, এই ছবিতে অক্ষয় কুমারকে দেখা যাবে দ্বৈত চরিত্রে এবং দুই ভিন্ন বয়সের চরিত্রে।
ভিডিওতে শিল্পীদের দু’টি দলে ভাগ হয়ে থাকতে দেখা যায়। এক দলের নেতৃত্বে রয়েছেন বয়স্ক অক্ষয়। তাঁর সঙ্গে আছেন রাভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও তুষার কাপুর। অন্য দলে দেখা গেছে কম বয়সি অক্ষয় ও দিশা পাটানিকে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ও গল্পের আসল চমক জানতে হলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।
ভিডিওটি শেয়ার করে অক্ষয় কুমার বড়দিনের শুভেচ্ছা জানান। ক্যাপশনে তিনি লেখেন, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির তরফে সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমাদের ছবি আসছে ২০২৬ সালে। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার পরিশ্রমের ফল এই ছবি।
উল্লেখ্য, ২০২৩ সালেই ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির ঘোষণা আসে। সেই ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে থাকছেন বলিউডের বহু তারকা।