বিশ্বের অন্যতম বিলাসবহুল ও উঁচু হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিন ঘিরে রাজকীয় আয়োজন করেন উর্বশী রাউতেলা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মায়ের সামনে রাখা হয়েছে সোনালি রঙের বিশাল তিনতলা কেক, যার ওপরে বসানো ছিল স্বর্ণের রাজকীয় মুকুট।
উর্বশী নিজেই জানান, কেকটি তৈরি করা হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো উপকরণ দিয়ে। এই আয়োজন দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে প্রশংসায় ভাসালেও কেউ কেউ এটিকে অপ্রয়োজনীয় জাঁকজমক ও দেখনদারি বলে কটাক্ষ করেন।
অনুষ্ঠানে উর্বশীকে দেখা যায় ঝলমলে সোনালি পোশাকে, আর তার মা পরেছিলেন বেগুনি রঙের ঐতিহ্যবাহী পোশাক। তাদের সামনে রাখা স্বর্ণালি কেকটি ছিল পুরো আয়োজনের মূল আকর্ষণ। টেবিলজুড়ে ছিল দামী পানীয় ও ফুলের চোখধাঁধানো সাজসজ্জা।
পোস্টে উর্বশী লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেট স্বর্ণের রাজকীয় মুকুটসহ কেক দিয়ে মায়ের জন্মদিন উদ্যাপন করলাম।
উল্লেখ্য, উর্বশী রাউতেলা এর আগেও নিজের বিলাসী শখের কারণে বহুবার খবরের শিরোনামে এসেছেন। স্বর্ণের পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি নিয়েও একসময় ব্যাপক আলোচনা হয়েছিল।