অ্যামাজন প্রাইমের নতুন টক শো ‘টু মাচ উইথ টুইঙ্কেল অ্যান্ড কাজল’ এ একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। এবার জানা গেল, অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ, যেখানে তাঁরা দুজন একই ব্যক্তির সঙ্গে প্রেম করতেন!
সম্প্রতি তাঁদের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ভিকি কৌশল ও কৃতি শ্যানন। অনুষ্ঠানে নানা রকমের পর্বের মধ্যে একটি ছিল, একটি করে বিষয় বলা হবে। সেই বিষয়ের সঙ্গে সহমত কি না, তা জানাতে হবে কৃতি ও ভিকিকে।
বেস্ট ফ্রেন্ডের এক্সের সঙ্গে কখনো প্রেম করা উচিত নয় এই বিষয়টিতে ভিকি ও কৃতি সম্মতি না জানালেও সম্মতি জানান কাজল ও টুইঙ্কেল। ভিকি যুক্তি দেন যে, বন্ধুর যদি প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এবং তারা নিজেদের জীবনে এগিয়ে যান, তবে সমস্যা কোথায়?
এই আলোচনার এক পর্যায়ে টুইঙ্কেল খান্না হঠাৎ বলে ওঠেন, "আমাদেরও একজন ‘কমন’ প্রাক্তন রয়েছে কিন্তু নাম বলতে পারব না!" এই কথা শুনে চমকে ওঠেন কাজল এবং সঙ্গে সঙ্গে টুইঙ্কেলকে অনুরোধ করেন, "দয়া করে চুপ করো। একেবারে চুপ!"
সেই প্রাক্তন প্রেমিক কে, তা অবশ্য প্রকাশ করেননি কাজল বা টুইঙ্কেল কেউই। তবে নেটাগরিকেরা বিষয়টি জানা মাত্রই অনুমান করতে শুরু করে দিয়েছেন। তাঁদের ধারণা, পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দুই নায়িকা টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কে থাকার আগে কিছু দিন তিনি কাজলের সঙ্গে সম্পর্কে ছিলেন।