ভারতের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ও ধসের কারণে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সপরিবারে দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে তিনি কার্শিয়ং থেকে তাকদা যাওয়ার পথে টানা ৯ ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন। তার সঙ্গে ছিল ছয় মাসের পুত্র এবং পাঁচ বছরের কন্যা।
ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা
মানসী সেনগুপ্ত দার্জিলিংয়ে একটি এয়ার বিএনবি-তে স্টে-কেশনে ছিলেন। সেখান থেকে তাকদা যাওয়ার পথে একাধিক রাস্তায় ধস নামায় তাদের যাত্রা থমকে যায়। তিনি জানান, টানা বৃষ্টির কারণে আগের দিন থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা মানসী একটি ভিডিও বার্তায় বলেন: "আমি জীবনে এত বৃষ্টি দেখিনি।... তাকদা যাওয়ার পথে গত এক ঘণ্টা ধরে আটকে রয়েছি। রাস্তা পরিষ্কার হয়ে কখন পৌঁছব ঠিক নেই।"
তিনি জানান, তার সঙ্গে ছয় মাসের শিশু এবং পাঁচ বছরের ছোট মেয়ে থাকলেও, তাদের প্রায় ৯ ঘণ্টা না খেয়ে পাহাড়ি রাস্তায় আটকে থাকতে হয়েছিল। বাচ্চার খাবার সঙ্গে থাকলেও নিজেদের খাবার ছিল না। প্রথমদিকে পরিস্থিতি কতটা গুরুতর তা তিনি আঁচ করতে পারেননি। পরে অভিনেত্রী তার সমাজমাধ্যমে দুটি ভিডিও পোস্ট করেন, যেখানে উদ্ধারকারী গাড়ি ধস সরিয়ে রাস্তা পরিষ্কার করার দৃশ্য দেখা যায়।