অবশেষে বলিউডের তিন খান শাহরুখ খান, সালমান খান এবং আমির খান একসঙ্গে একটি প্রকল্পে কাজ করতে চলেছেন। আরিয়ান খানের হাত ধরে এই তিন তারকাকে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যেতে পারে, যা নিয়ে বলিপাড়ায় ব্যাপক জল্পনা চলছে।
সেটে তিন খানের নাম: গুঞ্জন সত্যি!
গত শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ছবিটি একটি শুটিং সেটের পেছন থেকে তোলা। সেখানে একটি ভ্যানে শাহরুখ, সালমান ও আমিরের নাম লেখা দেখা যায়। ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রশ্ন ওঠে এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে?
অনেকের ধারণা, আরিয়ান খানের আসন্ন ওয়েব সিরিজ 'ব্যাডস অব বলিউড'-এ এই তিন খানকে একসঙ্গে দেখা যাবে। এই সিরিজের ঝলকে সালমানকে দেখা গেছে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন বলে নেটিজেনরা প্রায় নিশ্চিত।
আমিরের ইচ্ছাই কি সত্যি হচ্ছে?
এর আগে আমির খান নিজেও তিনজনকে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, "শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত প্রকাশ করেছিল।" আমির আরও বলেন, একটি ভালো গল্পের জন্য তারা অপেক্ষা করছেন।
আরিয়ান খানের এই নতুন প্রকল্পটি যদি সত্যিই তিন খানকে এক ছাতার নিচে আনতে পারে, তবে তা বলিউড ইতিহাসের অন্যতম বড় ঘটনা হবে।